https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৪

বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলো হলো- রুমা, থানচি ও রোয়াংছড়ি।

যৌথ অভিযানের কারণে এই তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য দেন ইসি সচিব। ৮ মে প্রথম ধাপে রুমা, থানচি ও রোয়াংছড়িসহ বান্দরবানের সাতটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৈঠকে কমিশনার আহসান হাবিব খান, আনিছুর রহমান, মো. আলমগীর, রাশেদা সুলতানাও অংশ নেন। এছাড়া নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

আরো..