বাগেরহাট প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা, গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে শারমিন (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। শারমিন নড়াইল সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওই নারী বোরকা পরা ছিলেন। তাঁর পায়ে মোজা ও কাঁধে একটি ব্যাগ ছিল।
স্থানীয় শেখ অহিদুজ্জামান বলেন, ওই নারীকে প্রথমে কেউ চিনতে পারেনি। লাশের মুখম-ল কিছুটা বিকৃত হয়ে গেছে। পরে সঙ্গে থাকা ব্যাগে পাওয়া চিরকুট থেকে তাঁর পরিচয় জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় রশি প্যাঁচানো অবস্থায় পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুরপাড় থেকে একপাটি জুতা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করতে পিবিআই ও সিআইডি দলকে খবর দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্র ধরে তাঁর পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।