https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩

বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষতায়নে অপরাজিতাদের সাফল্য শেয়ারিং সভা অনুষ্ঠিত

বাগেরহাটে প্রতিনিধি: বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের সাফল্য শেয়ারিং শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি অ্যাড. শরিফা খানমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, যুব মহিলালীগ নেত্রী অ্যাড. লুনা সিদ্দিকী, রূপান্তরের প্রোগ্রাম সমš^য়কারী সুবল ঘোষ টুটুল, ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার ও আতাবুর রহমান টিপু প্রমূখ।

অপরাজিতারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এই অপরাজিতারা কাজ করে অনেক দুর এগিয়েছে। নারীরা এখন পিছন থেকে প্রেরনা না দিয়ে সামনে থেকে কাজ করছে। তারা আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন বক্তারা।

রূপান্তর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক দলে ৩৩শতাংশ নারী কোটাসহ নারীদের উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো..