https://www.a1news24.com
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩

বাগেরহাটে একই সাথে ৩ শিশু যৌন নির্যাতনের শিকার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ৬০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(৩০ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের প¶ থেকে মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৬০) পাশ্ববর্তী ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজাহার মোল্লা পালিয়ে গেছে। তার বাড়ি গেলে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। বিষয়টা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

নির্যাতনের শিকার ৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২ য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন ৩ য় শ্রেনীর ছাত্রী।

এ ঘটনায় এলাকাবাসী জানান, অভিযুক্ত ব্যক্তি একজন জঘন্য প্রকৃতির লোক। তিনি এর আগেও তার এ ধরনের অপকর্মের জন্য এলাকাবাসী ও তার নিজ পরিবারের কাছে মারপিটের স্বীকার হয়েছে। তার সঠিক শাস্তি হওয়া উচিত।

এ ধরনের ঘৃনিত কাজের জন্য অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত অপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরো..