https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৫

বাগেরহাটে আইন-শৃংখলা রক্ষায় সব থানায় পুলিশের কাজ শুরু

বাগেরহাট প্রতিবেদক: বাগেরহাটে আইন-শৃংখলা রক্ষায় সোমবার সকালে থেকে জেলার ৯টি থানাসহ সব ফাঁড়িতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ছাত্রদের সাথে মোড়ে মোড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে ট্রাফিক পুলিশ। বিভিন্ন সেবা প্রত্যাশীরা থানায় আসলে তাদের সেবা দিচ্ছে পুলিশ। বাগেরহাট শহরের বিভিন্ন স্থাানে সেনা বাহিনীর পাশাপাশি পুলিশও টহল দেয় শুরু করেছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই টহল সাধারন মানুষের মাঝে শস্তি ফিরে এসেছে।

সোমবার সকালে থেকে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন থানা ও ফাঁড়ি ঘুরে ঘুরে পুলিশের কার্যক্রম প্রত্যক্ষসহ আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দেন।

আরো..