https://www.a1news24.com
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭

বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে; আর্জেন্টিনার কোপা জয়ে বললেন শাবনূর

বিনোদন ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকদের মাঝে বাঁধ ভাঙা উল্লাস। এই আনন্দ ছুঁয়ে গেছে ঢালিউড সুপারস্টার শাবনূরকেও। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তা।

নিজের ফেসবুকে আর্জেন্টিনা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন নায়িকা। পাশাপাশি বাংলাদেশকে নিয়েও করেছেন আশাবাদী মন্তব্য। শাবনূর লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা!

এরপর লিখেছেন, আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের প্রায় সবাই ফুটবল পাগল। আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে!

মুক্তির অপেক্ষায় শাবনুর অভিনীত সিনেমা ‘রঙ্গনা’। এর নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

আরো..