স্বাধীনতা ব্যাংকার্স পর্ষদ সিলেট বিভাগের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট কার্নিভাল সিজন-২ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেল ৫টায় নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও স্বাধীনতা ব্যাংকার্স পর্ষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মলয় সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহম্মদ ফয়জুর রহমান শহীর।
টুর্নামেন্টে বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। খেলার গ্রুপ পর্ব থেকে পয়েন্টের ভিত্তিতে চারটি দল সেমিফাইনাল পর্বে খেলে কুশিয়ারা রেঞ্জার্স এবং কালনী সুপারস্টার ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে কালনী সুপারস্টার পাঁচ উইকেটে কুশিয়ারা রেঞ্জার্সকে পরাজিত করে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারী মোট ছয়টি দল নিয়ে ক্রিকেট কার্নিভাল সিজন-২ এর টুর্নামেন্ট শুরু হয়। বিজ্ঞপ্তি