https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৮

বহু বছর পর বাংলাদেশ বেতারে নতুন গানে রুনা লায়লা

অনলাইন ডেস্ক: উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। প্রায় ১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। গানটির কথা লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী।

বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন রুনা লায়লা। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।’

সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। একটি ‘আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে’, অন্যটি ‘এক মুক্তিযোদ্ধা বলছিল তার দুঃখের কথা’।

আরো..