https://www.a1news24.com
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৬

ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের হাইকোর্ট ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বিভাগের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বেলা সাড়ে ১১টার কিছু পর মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে আসেন তারা। এ সময় হাইকোর্টের ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা জানান। তাদের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা।

এদিকে দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী পক্ষপাতিত্বের অভিযুক্ত বিচারতিদের পদত্যাগের দাবিতে আজ বুধবার বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ সময় আইনজীবীরা বলেন, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া বিচারপতিরা দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এখনও সক্রিয় আছেন। একইসঙ্গে দুর্নীতি ও পক্ষপাতিত্ব রায় দিয়েছেন একের পর এক। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীদের মধ্যে বিএনপিপন্থী আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুপ্রিমকোর্ট ঘেরাও করে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। সে সময় দেওয়া পদত্যাগপত্রে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান লিখেছিলেন, কোর্টের বিভিন্ন ভবন ও স্থাপনা রক্ষা এবং বিচারপতিদের শারীরিক হেনস্তা এড়াতেই পদত্যাগ করেছেন তিনি।

আরো..