https://www.a1news24.com
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১৩

ফেসবুকে নিজের কার্টুন শেয়ার করে তারেক রহমানের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: একটা সময় গণমাধ্যমে অনেক রাজনৈতিক কার্টুন প্রকাশিত হলেও এখন তা অনেকটা কমেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিবিশেষকে ব্যঙ্গ করে আঁকার জন্য কার্টুনিস্টদের গ্রেফতারও হতে হয়েছে। তবে ১৬ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেহেদি হক নামে এক কার্টুনিস্টের আঁকা নিজের কার্টুন নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। শুধু তাই নয়, এমন রাজনৈতিক কার্টুন নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

রোববার (১১ আগস্ট) তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এটি শেয়ার করেন। যা গত ৭ আগস্ট দুপুরে কার্টুনিস্ট মেহেদি হক নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টির ব্যাপক প্রশংসা করছেন। রীতিমতো প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। সোশালিস্টরা বলছেন, গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দীর্ঘদিন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, যা নিয়ে নেতাকর্মীরা বেশ উৎফুল্ল। এতদিন ভার্চুয়াল মাধ্যমে শুধু নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হতো তারেক রহমানের।

বিষয়টিকে তুলে মেহেদি হকের আঁকা কার্টুনে বোঝানো হয়েছে ক্ষমতা লোভে তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন।

এই কার্টুন শেয়ার করে তারেক রহমান লিখেছেন, ‘আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে, বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন আঁকতেন। যাই হোক, গত ১৫ বছরে, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আন্তরিকভাবে আশা করি, তিনি দ্রুত ও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকবেন।’

আরো..