খেলাধুলা ডেস্ক: ফুটবলারদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সমর্থকদের সংগঠন বাংলাদেশি ফুটবল আলট্রাস। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় ফুটবল ভবনে এই কর্মসূচি পালন করা হয়। দেশের ফুটবলারদের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে শঙ্কাসহ নানা বিষয়ের প্রতিবাদ এবং প্রতিকার চেয়ে এ কর্মসূচি ছিল সংগঠনটির।
ফুটবল ফেডারেশনে পরিবর্তনের দাবিতে সরব আছে আলট্রাস। এর মধ্যে দেখা দিয়েছে ঘরোয়া ফুটবলে কয়েকটি ক্লাবের না খেলার শঙ্কা। যার ফলে বিপাকে পড়ার শঙ্কায় শতাধিক পেশাদার ফুটবলার। যা নিয়ে দু’দিন ধরে দেশের পেশাদার ফুটবল এবং সাবেক ফুটবলাররাও নানা কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন, ফেডারেশন সভাপতির সঙ্গে সাক্ষাৎ, ক্রীড়া উপদেষ্টার কাছে বার্তা পৌঁছেছেন ফুটবলাররা। রোববার ফুটবল ভবনের প্রধান ফটকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে দেশের ফুটবলারদের প্রতিও সংহতি ছিল সমর্থকদের সংগঠন আলট্রাসের।