আজ ৮ই এপ্রিল, যুদ্ধনীতি পরিহার করে ফি*লি*স্তি*নি গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মৌমিতা নূর বলেন,”ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে এই লড়াই কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি বিশ্ব মানবতার লড়াই। ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে, তা সভ্য বিশ্বের জন্য গভীর লজ্জার বিষয়। আমরা যুদ্ধনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাই। একইসাথে যারা এই গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করতে হবে। এখনই সময়, বিশ্ব বিবেকের জাগরণ ঘটিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর।”
বক্তারা বলেন,”ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হয়ে দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে আছি এবং থাকবো। নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর বর্বর হামলা মানবতাবিরোধী অপরাধ। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এবং ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি দিক।”
মিছিলে নারায়ণগঞ্জ কলেজ এর শিক্ষার্থী শেখ সাদী,রুদুশী,শান্ত,ফাহিম ইসলাম,রিপা,নাদিয়া,নাফিজা,ফাহিমসহ তারুণ্যের’২৪ এর সংগঠক আবিদ রহমান ও তাহমিদ আনোয়ার এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বিক্ষোভ মিছিলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। সকলে একত্রে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্ব মানবতার পক্ষে অবস্থান গ্রহণের অঙ্গীকার করেন।