বিনোদন ডেস্ক: সুইজারল্যান্ডের বন্দরনগরী মালমোতে অনুষ্ঠিত ইউরোভিশন গান প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সুইজারল্যান্ড। ক্রোয়েশিটাকে হারিয়েছে এ পুরস্কার জিতল দেশটি।
এবারের আয়োজনে রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা গেছে। কারণ গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর পাল্টা হামলা চালায় তেল আবিব। এ হামলায় গাজায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিক্ষোভ হচ্ছে। সুইজারল্যান্ডেও ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে ইউরোভিশন গান প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগিকে বাদ দেওয়ার দাবি জানানো হয়।
২৪ বছর বয়সী সুইস র্যাপার এবং গায়ক নেমো এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন। মঞ্চে বিজয়ী ট্রাফি গ্রহণের সময় তিনি বলেন, আমি আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমার প্রত্যাশা পূরণ হয়েছে এবং বিশ্বের প্রতিটি মানুষের শান্তির পক্ষে আমি দাঁড়াতে পেরেছি।’
এক সাংবাদিক সম্মেলনে নেমো বলেন, একটি গান আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এবং এই গানের মাধ্যমে আমি আমার জীবনের যাত্রাকে দর্শকদের সামনে তুলে ধরেছি, যার মাধ্যমে তারা অনুপ্রাণিত হয়েছে।
সূত্র: রয়টার্স