পাটগ্রাম প্রতিনিধি : পাটগ্রাম প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো: আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়েতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, উপজেলা কর্ম পরিষদ সদস্য মনোয়ার হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা ও জামায়েতের রুকন মো: সোহেল রানা, ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, পাটগ্রাম পৌর জামায়াতের আমির মো: মাসুদ আলম প্রমুখ। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন কেন যুযুর ভয় না করে আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালাে বলুন। আপনারা আমাদের কোন ত্রুটি পেলে নির্দ্বিধায় লিখবেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বক্তব্য দেন পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম সবুজ, সাবেক সম্পাদক আজিজুল হক দুলাল, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান বাবুল প্রমুখ।