https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪

প্রাথমিক শিক্ষার্থীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে ২টি রৌপ্য পদকসহ ১২টি পদক পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (International Mathematics and Science Olympiad for Primary Students (IMSO))-এ বাংলাদেশ দলের শিক্ষার্থীরা দুইটি রূপার পদক ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মালয়েশিয়ার কেদাহ প্রদেশের রাজধানী আলোর সেতারে আইএমএসও-এর সমাপনী অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ২৩টি দেশের প্রায় চার শতাধিক প্রাথমিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

বাংলাদেশের পক্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিজিৎ সাহা গণিতে এবং মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান বিজ্ঞানে রৌপ্য পদক অর্জন করেছে।

এছাড়া, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো: নাবি হোসেন ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াফিয়া হাসান অথই, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার গণিতে এবং লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অভিজ্ঞান রায় গল্প, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ফাত্তাহ মুস্তফী, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাহাবী ইবনে কাব্য ও ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ মিফতাহুল ইসলাম ব্রোঞ্জ পদক পেয়েছে।

গণিতে রৌপ্য জয়ী অরিজিৎ সাহা জানায় তার গণিতের যাত্রা শুরু হয়েছিল গণিত উৎসবের আঞ্চলিক পর্বে বিজয়ী হয়ে। এরপর থেকে গণিত বিষয়ে যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় রৌপ্য অর্জন জীবনের সেরা অর্জন বলে অভিব্যক্তি ব্যক্ত করেন।

বিজ্ঞান রৌপ্য পদক জয়ে উচ্ছসিত তাহমিদ হাসান জানায়, “আমি কোন পদক পাবো সেটি ঘুণাক্ষরেও ভাবিনি। বিভিন্ন দেশের প্রতিযোগিদের সাথে কথা বলতে পেরে বেশ ভালো লেগেছে। এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।”

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ দলের দলনেতা বাংলাদেশে আয়োজক বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি জাহিদুল আমিন বলেন – প্রথম বারের মতো অংশ নিয়ে বাংলাদেশ দলের সকল সদস্যের পদক পাওয়া একটি অনন্য অর্জন। এজন্য তিনি শিক্ষার্থীদের পাশাপাশি দলের মেন্টরদেরও অভিনন্দন জানান।

নিজের চারজন শিক্ষার্থীর পদক পাওয়ায় আনন্দিত সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেইরা শিক্ষার্থীদের এই অর্জনে তাদের অভিনন্দন জানিয়ে বলেন – আমাদের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের তাই অর্জনে তিনি খুশি হয়েছেন বটে তবে অবাক হননি। তিনি মনে করেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকে বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তোলার জন্য এরকম উদ্যোগ আরো বাড়ানো দরকার।

উল্লেখ্য ২২তম আসর হলেও বাংলাদেশ এই প্রথম এই আয়োজনে অংশ নিয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ উদ্যোগে গত ২২ আগস্ট দেশে প্রথমবারের মতো বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (BdMSO) অনুষ্ঠিত হয়। তারপর ধাপে ধাপে ১২ জনি শিক্ষার্থীকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়। মালয়েশিয়াতে বাংলাদেশ দল “বেস্ট কোঅপারেটিভ দল” হিসেবেও স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া বাংলাদেশ দল স্টেম এক্সপ্লোরেশন প্রতিযোগতায় প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

আরো..