লালমনিরহাট জেলা প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) উপজেলার দইখাওয়া-হাতীবান্ধা সড়কে দইখাওয়া বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীরা অংশ নেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান শিক্ষক সুফিয়ার অবিলম্বে বহিষ্কার দাবি করছি।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সোবাহানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। উল্লেখ থাকে যে গত সোমবার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক মেম্বার আব্দুস সোবহানকে ডেকে নিয়ে গিয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে দিয়ে ইভটিজিং এর অভিযোগ তোলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকিকা সুফিয়া বেগম । এসময় অভিযোগের কথা অস্বীকার গেলে আমঝোল এলাকার সহিদার আর্মি নামে এক ব্যাক্তি মারধর করেন আব্দুস সোবহানকে। পরে মিমাংসা করার শর্তে ১৫ লক্ষ টাকা দাবী করেন প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম ও সহকারী শিক্ষক আমিনুর রহমান। তবে টাকা দাবীর কথা অস্বীকার করেন সুফিয়া বেগম। টাকা দিতে অস্বীকার গেলে হাতীবান্ধা থানা থেকে পুলিশ নিয়ে এসে প্রধান শিক্ষিকা নিজেই বাদী হয়ে একটি মামলা করেন আব্দুস সোবহান এর বিরুদ্ধে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।