স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাটে-বলে স্বাগতিক ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। এতে করে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগাররা। এ হারের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
রোববার (৬ অক্টোবর) ভারতের গোয়ালিয়রে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতে অলআউট হয় টাইগাররা। তার আগে স্কোরবোর্ডে ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ভারত ৭ উইকেট ও ৪৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
বাংলাদেশের দেয়া মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। সাঞ্জু স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউটের ফাঁদে পড়েন অভিষেক শর্মা। এরপর দলীয় ৬৫ রানে অধিনায়ক সূর্যকুমার যাদব। তাকে জাকের আলীর ক্যাচ বানিয়ে ফেরত পাঠান মুস্তাফিজ। তার আগে তিনি ১৪ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৯ রানের ইনিংস খেলেন।
সূর্যর বিদায়ের ১৫ রান পর সাঞ্জু স্যামসনকে রিশাদের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি মিরাজ। তার আগে তিনি ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন। এরপর চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া টাইগার বোলারদের ওপর তাণ্ডব চালান। তিনি শেষ পর্যন্ত ১৬ বলে ২ ছক্কা ও ৫ চারে ৩৯ রান করে অপরাজিত থাকেন। অপর অপরাজিত ব্যাটার নিতীশ কুমার করেন ১৬ রান।
এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই ফিরে যায় দুই ওপেনার লিটন ও ইমন। এরপর আরও ভয়াবহ টাইগার শিবিরে। ৪০ থেকে ৫৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলীয় ৭৫ রানে ৬ষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেন অধিনায়ক শান্ত। তার আগে তিনি ২৫ বলে খেলেন ২৭ রানের মন্থর গতির ইনিংস।
সপ্তম উইকেটে মিরাজ-রিশাদ মিলে ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। এ দু’জন দ্রুত গতিতে রান তুলতে থাকেন। কিন্তু দলীয় ৯৩ রানে ৭ম উইকেট হিসেবে বরুণ চক্রবর্তীর তৃতীয় শিকার হয়ে বিদায় নেন। তার আগে তিনি ৫ বলে ১ চার ও সমান ছক্কায় করেন ১১ রান।
দলীয় ১১৬ রানে বিদায় নেন তাসকিন আহমেদ। তিনি করেন ১২ রান। মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউটের শিকার হন তাসকিন। শরিফুল নেমে ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। দলীয় ১২৭ রানে আর্শদীপের তৃতীয় শিকারে পরিণত হন মুস্তাফিজ। এতে করে থামে বাংলাদেশের ইনিংস। তবে অপরপ্রান্তে ৩২ বলে ৩ চারের সাহায্যে ৩২ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে আসা মেহেদি হাসান মিরাজ।
ভারতের হয়ে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী ৩টি করে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট লাভ করেন। আজকের ম্যাচে ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলেন নিতীশ কুমরা রেড্ডি ও মায়াঙ্ক যাদব।