https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৫

প্রথমবারের মতো চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান করছে শিল্পকলা একাডেমি

বিনোদন ডেস্ক: এবারের ঈদুল ফিতর উদযাপনকে আরও আনন্দময় করতে চাঁদরাতে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যা প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে হতে যাচ্ছে।

আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে অনুষ্ঠানের ফটোকার্ড শেয়ার করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি ক্যাপশনে লেখেন, ‘প্রথমবারের মতো শিল্পকলা একাডেমীতে ঈদের অনুষ্ঠান। বাংলাদেশ বহু ভাষার, বহু মতের, বহু ধর্মের দেশ। বহুজনের এই সমাজে আমরা যে জীবন যাপন করি তার সব কিছুই আমাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশ এর সব কিছুই উদযাপন করবে!’

শেষে উপদেষ্টা লেখেন, ‘কোনো বিভাজনের রাজনীতি আর এখানে স্বাগত নয়।’ফটোকার্ড থেকে জানা যায়, আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এটি দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নেটিজেনদের এক অংশ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লেখেন, সিম্পলি ফাটাফাটি আইডিয়া। তবে অনেকে এ আয়োজন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন।

আরো..