মোস্তাক আহমেদ, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে অসহায় গরীব মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকায় যুবদলের অস্থায়ী ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক সহ সমন্বয়ক ফরিদ উদ্দীন, আলিমুজ্জান, ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিব, সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, খোরশেদ আলম, জিয়া, হ্যাপি, আমিনুর, ফিরোজ হোসেন, সাঈদ বাবু, মনিরুল ইসলাম, তালা উপজেলার যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ আহমেদসহ যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও ফ্রি মেডিকেল ক্যাম্পইন চিকিৎসা প্রদান করেন চিকিৎসক ডাক্তার ইয়াসমিন আরা জাহান।স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও ফ্রি মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠানে চিকিৎসাপত্র নিতে আসা রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়।