সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর সিলেট টিবি গেইট মসজিদে এই দোয়া ও মিলাদ করা হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ১৫ আগষ্টে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়।
এসময় বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, সাবেক ছাত্রনেতা এডভোকেট আনোয়ার হোসেন, মোছাদ্দেক হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, জেলা যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল, কামরুজ্জামান সেবুল সহ অসংখ্য নেতৃবৃন্দ।