https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯

প্রখ্যাত গীতিকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আইসিইউতে

বিনোদন ডেস্ক: প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, প্রতুলের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গত জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল। নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। এরপর স্নায়ু এবং নাক, কান, গলার (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখেন।

আরও জানা যায়, আপাতত জ্ঞান নেই শিল্পীর। নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে প্রতুলের জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তাঁর অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি বিশেষভাবে সমাদৃত। গানটি প্রকাশিত হয় ১৯৯৪ সালে। বিবিসি বাংলার ২০০৬ সালের এক জরিপে এটি সর্বকালের সর্বাধিক জনপ্রিয় ২০টি বাংলা গানের একটি হিসেবে মনোনীত হয়।

আরো..