https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৪৬

পেনাল্টি মিসে রোনালদোর কান্না, কস্তার জাদুর ছোঁয়ায় কোয়াটারে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ইউরোর শেষ ষোলোর ম্যাচে পর্তুগাল ও স্লোভেনিয়ার রুদ্ধশ্বাস এক ম্যাচ উপভোগ করল দর্শকরা। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস করার ম্যাচটির ভাগ্য শেষ পর্যন্ত নির্ধারিত হয় টাইব্রেকারে। পেনাল্টি মিস করে তার কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। তবে পর্তুগালের ওয়াল হয়ে ছিলেন গোলরক্ষক দিয়াগো কস্তা। তার অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারে স্লোভেনিয়াকে কাঁদিয়ে শেষ আট নিশ্চিত করে রোনালদোর পর্তুগাল।

মঙ্গলবার (২ জুলাই) ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনায় ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে রোনালদোর পর্তুগালের বুক মাটিতে লাগিয়ে দিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের থেকে অনেক পিছিয়ে থাকা দল স্লোভেনিয়া। ১২০ মিনিটের খেলায়ও পর্তুগিজদের কোনো গোল করতে না দিয়ে খেলা টাইব্রেকারে নিয়ে যায় তারা।

শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলতে থাকে পতুর্গিজরা। ম্যাচের পঞ্চম মিনিটেই আক্রমণে যান বেন দিয়াজ। তবে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। প্রথম ১৫ মিনিটেই দুবার সতীর্থের ক্রস ছয় গজ বক্সে পেয়েও মাথা ছোঁয়াতে পারেননি রোনালদো। ৩২তম মিনিটে রাফায়েল লেয়াও বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক নেন রোনালদো, এবার বল ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। বিরতির আগে লেয়াওয়ের কাটব্যাক বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন জোয়াও পালিনিয়া। বল গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য অল-আউট আক্রমণে যায় পর্তুগাল। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। এর মধ্যে নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। এবার দিয়েগো জটার থ্রু পাস বক্সে পেয়েও গোলরক্ষক ওবলাকের বরাবর শট নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অতিরিক্ত সময়ে জটা বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। তবে স্পট কিক ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য ড্র থাকার পর স্লোভেনিয়ার বিপক্ষে অগণিত সুযোগ মিস, সঙ্গে শেষ সময়ে পেনাল্টিতেও গোল করতে পারেননি রোনালদো। যদিও অতিরিক্ত সময়েই এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে রোনালদোর পেনাল্টি শেভ করেন স্লোভেনিয়ার গোলরক্ষক। তবে টাইব্রেকারে আসল নায়ক বনে যান পর্তুগালের গোলরক্ষক ডিয়োগো কস্তা।

কাগজে-কলমে স্লোভেনিয়ার চেয়ে যোজন-যোজন এগিয়ে পর্তুগাল। মাঠের লড়াইয়েও অপেক্ষাকৃত দুর্বল দলটিকে নাকানি-চুবানি খায়িয়েছে পর্তুগিজরা। তবে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দলটির রক্ষণভেদ ছেদ করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

অতিরিক্ত সময়ের তখন ১১৫ মিনিট। পর্তুগালের রক্ষণে বিরাট ভুল করে বসলেন পেপে। ইউরোয় সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়া ৪১ বছর বয়সী পেপে পাস ধরে পায়ে রাখতে পারেননি। পেয়ে যান স্লোভেনিয়া ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো। বল নিয়ে টান দিতেই সামনে পর্তুগাল গোলকিপার ডিওগো কস্তা।

বাঁ পা-টা বাড়িয়ে সেসকোর শট রুখে কস্তা সে যাত্রায় পর্তুগালের বিদায়ও ঠেকালেন। ইউরোয় দ্বিতীয়বার এসেই শেষ ষোলোয় ওঠা স্লোভেনিয়া এই সুযোগটা্ নষ্ট করে পরে কপাল চাপড়েছে। কারণ সেই কস্তাই। টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়েছেন। রোনালদোর পেনাল্টি মিসের পর মনে হয়েছে, শেষ পর্যন্ত হয়তো ভাগ্যের শিকে ছিঁড়বে স্লোভেনিয়াই। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে পর্তুগালই।

টাইব্রেকারে পরিত্রাতা হয়ে উঠলেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা। পেনাল্টি শুট আউট সেভের হ্যাটট্রিকে ম্যাচ জিতলেন রোনালদোরা। শেষ আটে ফ্রান্সের মোকাবিলা করবে পর্তুগিজরা।

আরো..