https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:২২

পূবালী ব্যাংকের পক্ষ থেকে সিলেট সরকারি মহিলা কলেজে ৫ লাখ টাকার অনুদান

‘দেশের আর্থিক খাতে অবদান রাখা বাঙ্গালির প্রথম ব্যাংক’ পূবালী ব্যাংক পিএলসি কর্পোরেট স্যোসাল রেসপন্সিবিলিটির আওতায় সিলেট সরকারি মহিলা কলেজে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের পক্ষ থেকে মহিলা কলেজ ক্যাম্পাস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসে মহাব্যাবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যাস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান, পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ, পূবালী ব্যাংক মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মোঃ কবিরুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ রোকসানা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আঞ্জুমান আরা বেগম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা: তাহমিনা আখতার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাদীর, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো..