https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৬

পীর সাহেব চরমোনাই’র নিদের্শে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নির্দেশে বন্যার্ত ১১টি জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমানের নেতৃত্বে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ত্রাণ তৎপরতা চলমান রয়েছে। নোয়াখালী সেনবাগ-ছাতারপাইয়া-লেমুয়া ঠনারপাড়ে বন্যার্তদের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা হাজী মো. বেলাল হোসাইন অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।

সেনবাগ চৌমুহানী সোনাইমুড়ি, সকাল ৯ টায় ছাতারপাইয়া, সকাল ১১ টায় লেমুয়া, দুপর ১২ টায় সেনবাগ, দুপর ১ টায় সেনবাগ শাহপুর, ৩ টায় চৌমহনী ও ৪ টায় বজরা ৬০০ জনের মধ্যে নগদ টাকা ২০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ওলামা মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিনের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগিতার হাত প্রসারিত করা হয়। ত্রাণ নিতে লাইনে দাঁড়ানো অসম্ভব। কঠিন ক্ষতিগ্রস্থ তবুও ধৈর্য ধরে আছেন। ফেনীর বন্যায় সবাই ক্ষতিগ্রস্থ। ওলামা মাশায়েখ, ইমাম ও মুয়াজ্জিনগণের খোঁজ খবর নেয়া ও তাদের না বলা কষ্টের কথাগুলো শুনতে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে মতবিনিময় সভা জেলা সভাপতি মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ মুফতী দেলাওয়ার হোসাইন সাকী। আলোচনা করেন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কেএম বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচএম নুরুজ্জামানসহ জেলা ও থানা নেতৃবৃন্দ। পরে ওলামায়ে কেরামদেরকে পীল সাহেব চরমোনাই’র পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হয়।

আরো..