https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮

পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে সেনাবাহিনীর সহযোগিতা চায় কমিশন, সেনাপ্রধানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে দেখা করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।

সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্য মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম. আকবর আলী, মো. শরীফুল ইসলাম, অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।

আরো..