https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১৭

পাটগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া স্থাপনে বিজিবির বাধা

সাফি পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শূন্যরেখা বরাবর ভারতের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যসহ নির্মাণ শ্রমিকরা কাঁটাতারের বেড়া ও লাইটপোস্ট স্থাপনের কাজ শুরু করার চেষ্টার চালায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তীব্র প্রতিবাদে ও বাধায় পিছু হটেন ভারতীয় বিএসএফ সদস্যরা। সীমান্তে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর- ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো সেলিম আলদীন।

তবে সর্বশেষ গতকাল শুক্রবার (১১জানুয়ারি ) ভোর ৬ টায় দহগ্রাম ইউনিয়ন ৬নং ওয়ার্ড সরকার পাড়া লোকচক্ষুর আড়ালে বিএসএফ তড়িঘড়ি করে অস্থায়ীভাবে খুটি গেড়ে বেড়া নির্মাণ শুরু করে। প্রথমে বিজিবি কোন বাধা প্রদান না করলেও পরে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে কাঁটাতারের বেড়া নির্মানে বাধা প্রদান করে। ততক্ষনে সীমান্ত শূন্য রেখার সাথে প্রায় এক কিলোমিটার বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। বর্তমানে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) শূন্যরেখা বরাবর লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করার চেষ্টা চালায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তীব্র প্রতিবাদ ও বাধায় লাইট পোস্ট স্থাপনাটি সরিয়ে নিতে বাধ্য হন বিএসএফ সদস্যরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী সীমান্তে ওপারে ফুলকাডাবরিতে। বিষয়টি গত বুধবার বাতে রাতে বিজিবির বংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) আধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ সাংবাদিকদের নিশ্চিত করেন।

আরো..