লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-বুড়িমারী রুটে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীদের জন্য ‘স্পেশাল ট্রেনের আশ্বাসের প্রেক্ষিতে পাটগ্রামে ৩৫ ঘন্টা পর মহাসড়ক ও ৯ দিন পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় পাটগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
এর আগে, বিকেল ৩টায় পাটগ্রামে আন্দোলনকারীদের সাথে আলোচনা বসেন, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো.
জিয়ার সারোয়ার ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকা রুটের চলাচলের দাবিতে গত ২১ এপ্রিল থেকে পাটগ্রাম ও বুড়িমারীতে রেলপথ অবরোধ শুরু হয়। পরে ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল তিন দিন সড়ক পথ অবরোধ হয়।
অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম অংশে অসংখ্য যানবাহন আটকে পড়েছে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে বিরূপ প্রভাব পড়েছে বুড়িমারী স্থলবন্দরে। আমদানি ও রপ্তানি পণ্যবাহি যান যেতে না পারায় কার্যত অচল হয়ে পড়েছে স্থলবন্দরটি।
পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউরুজ্জামান ওপেল,আগামী এক মাসের মধ্যে বুড়িমারী থেকে স্পেশাল ট্রেন চালু আশ্বাসে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার।