সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে নয়টার সময় প্রতিবেশি চাচাত ভাই শফিউদ্দিনের নির্মাণাধীন ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহাবুল আলমের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানা পুলিশ ও প্রতিবেশী স্থানীয়রা জানায়, উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর টুপামারী ঢেমসীতলা এলাকার একটি নির্মাণাধীন ঘরের ধর্ণার সাথে মাহাবুল আলমকে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় চাচাত ভাইয়ের স্ত্রী শ্যামলী বেগম। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাহাবুল ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত খিসামুদ্দিন। ভ্যান চালক মাহাবুল কি কারণে আত্যাহত্যা করেছে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে মাহাবুলের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’