https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে এজলাসে বসে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতিকে মামলা শুনানির শুরুতেই আইনজীবী মহসিন রশীদ বলেন, একটা খুশির খবর আছে মাই লর্ড। গতকাল বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। এজন্য অভিনন্দন সবাইকে।

এসময় প্রধান বিচারপতি বলেন বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন।দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। জিততে খুব বেশি কষ্ট হয়নি সফরকারীদের।

এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি টাইগারদের তৃতীয় সিরিজ জয়।

এদিকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ককে ফোনকল করে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস অধিনায়ক শান্তকে বলেন, সরকার এবং তার পক্ষ থেকে পুরো দলকে আন্তরিক অভিনন্দন। গোটা জাতি তোমাদের জন্য আজকে গর্বিত। প্রধান উপদেষ্টা বলেন, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হবে।

আরো..