https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১২

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বন বিভাগের সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান শিক্ষক সুষ্মিতা সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব। উপস্থিত ছিলেন শিক্ষক শামসুন্নাহার রুমা, ইতি রাণী বিশ্বাস, নাজনিন নাহার, রেহানা আক্তার, সুচিত্রা অধিকারী, চম্পা মিস্ত্রী, পম্পা চক্রবর্তী ও নূর আলী মোড়ল । উল্লেখ্য, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

আরো..