https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৪

পাইকগাছায় নদীর চরে মিললো যুবকের লাশ!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নদীর চরে পাওয়া গেল অজ্ঞাত যুবকের লাশ!বৃহস্পতিবার সকালে দেলুটি’র জিরবুনিয়াস্থ স্লুইস গেটের মুখে নদীর চরে ভাসমান অবস্থায় নৌ-পুলিশ হতভাগ্য এ যুবকের লাশটি উদ্ধার করেন। পুলিশ বলছেন, নিহতের নাম ও ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর হোসেন জানান, সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে জিরবুনিয়া স্লুইস গেটর মুখে নদীর চরে উপুড় অবস্থায় ক্ষত-বিক্ষত অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করি। তার বয়স হবে আনুমানিক ৩০/৩৫। এসময় তার পরনের প্যান্টের পকেট থেকে ১টি এন্ড্রয়েট ফোন, ১ চার্জার ও ১টি প্লাস উদ্ধার করা হয়। এটি কোন হত্যাকান্ডের ঘটনা কিনা এ সম্বন্ধে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করা ঠিক হবে না।

থানায় অপমৃত্যুর তথ্য দিয়ে তিনি আরোও বলেন, মৃত্যের সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো..