https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৩

পাইকগাছায় চিংড়ী ঘের দখল চেষ্টায় ব্যর্থ হয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার পল্লীতে চিংড়ি ঘের দখল চেষ্টায় ব্যর্থ হয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে করতে এলাকার প্রতিপক্ষরা কতিপয় ব্যক্তিদের মাধ্যমে রাজনৈতিক তকমা লাগিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধে সকলের প্রতি আহবান জানিয়েছেন। জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের ঢেমশাখালী মৌজায় ৬০ বিঘার একটি মৎস্য লীজ রয়েছে। লীজ ঘের টি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার ভাই’পো খড়িয়া গ্রামের আলমগীর সানার ছেলে পাপ্পু পরিচালনা করে আসছে। ঘেরটি এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা আবু সিদ্দিক সানা পরিচালনা করতো।৬০ বিঘা চিংড়ী ঘেরের ৫০ বিঘা হচ্ছে সিদ্দিক সানাদের পারিবারিক জমি। মাত্র কয়েক বিঘা জমি হারী দেওয়া হয়। যার মধ্যে কিছু জমি একই এলাকার দরবেশ সানার স্ত্রী রুপবান বিবি এবং ছেলে রুহুল আমিন সানা দাবী করে আসছে। ইতোপূর্বে ২০২২ সালে রুপবান বিবির ছেলে রুহুল আমিন সানা. ৩৭ একর জমির হারীর টাকা পাওনা দাবি করে সিদ্দিক সানা সহ ৬ জনকে বিবাদী করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫৩০/২০২২ নং সিআর মামলা করে। বিজ্ঞ আদালত অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান যুক্তিগ্রাহ্য হেতু বিদ্যমান না থাকায় মামলাটি খারিজ করে দেন। এরপর তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অপতৎপরতা অব্যাহত রাখে। যার অংশ হিসেবে তারা বুধবার সকালে লীজ ঘেরটি দখল করতে গিয়ে ব্যর্থ হয়। এরপর তারা এলাকার প্রতিপক্ষদের প্ররোচনায় বৃহস্পতিবার থানায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে এদিন বিভিন্ন নিউজ পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচার করা হয়। যেখানে লীজ ঘেরের হারির টাকার পাশাপাশি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানাকে আওয়ামী লীগের রাজনৈতিক তকমা লাগানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম সানা। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন লীজ ঘেরটি বর্তমানে আমার ভাইপো পাপ্পু পরিচালনা করে আসছে। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন রুপবান বিবির ছেলে রুহুল আমিন সানা। মামলার কোথাও আমার বিরুদ্ধে কোন অভিযোগ নাই। এলাকায় আমার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষদের প্ররোচনায় কতিপয় রুপবান বিবি বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ করে। যার প্রেক্ষিতে বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হয়। যেখানে আমাকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে ফায়দা নেওয়ার অপচেষ্টা করা হয়। জাহাঙ্গীর আলম সানা বলেন, আমি এবং আমার পরিবারের কেউ কখনো কোন রাজনৈতিক দলের সাথে কোন ধরনের সম্পৃক্ততা ছিল না। বরং ছাত্র জীবনে আমি পাইকগাছা কলেজ ছাত্র দলের একজন কর্মী ছিলাম। এলাকায় আমার যথেষ্ট সুনাম এবং জনপ্রিয়তা রয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে এলাকার কতিপয় প্রতিপক্ষরা ভাবমূর্তি ক্ষুন্ন এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে তাদেরকে দিয়ে এ ধরনের অপপ্রচার করছে। এধরণের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা।

আরো..