ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আজ রাজধানীর ভাটারাস্থ নতুন বাজার এলাকায় পথচারী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, নগর সেক্রেটারি মাওলানা মুহম্মদ আরিফুল ইসলাম, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, নাজমুল হাসান, গুলশান থানা শাখার সভাপতি শফিকুর রহমান, মোকাররম হোসেন প্রমুখ।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভয়াবহ যানজটে নগরবাসির জীবন চরম দুর্বিষহ। ঢাকার এক প্রান্ত থেকে কয়েক ঘন্টায়ও বাসায় পৌছতে পারছে না। নিদিৃষ্ট সময়ে বাসায় পৌছতে না পারা সাধারণ পথযাত্রীরা মহাবিপাকে পড়েন। ইফতার নিয়ে মহাসঙ্কটে নগরবাসী। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অনেক সময় সিগন্যালের অন্তরালে চাঁদাবাজির ঘটনাও ঘটে। সেদিকে দৃষ্টি দিলে যানজট অনেকাংশে কমবে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি বলেন, দেশের মানুষ ভাল নেই। অর্থনৈতিকভাবে মানুষ পঙ্গু। তিনি বলেন, ইসলামী অর্থনীতি সাধারণ মানুষের উন্নয়নের চাবিকাঠি। পূঁিজবাদি অর্থনীতি ধনীকে আরো ধনী করার চাবিকাঠি। এ জন্য ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থনীতির দিকে সকলকে ফিরে আসতে হবে।