https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২

পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে কোকেন ও হিরোইন উদ্ধার

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে ছেড়ে আসা আল গালিব নামে এক যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়ক থেকে মাদকগুলো আটক করা হয়।

জানা গেছে, ভজনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪২৮/এমপি থেকে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক থেকে মাদকগুলো আটক করা হয়। এসময় কাউকে আটক করা যায় নি।

বিজিবি আরো জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে ভারত থেকে মাদক গুলো বাংলাদেশে আনা হয়। এর পর এক নারীর মাধ্যমে তা যাত্রীবাহি বাসে ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানো হবে বলে এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা এসময়। মঙ্গলবার দুপুরে ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করার সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহি বাস আল গালিবে তল্লাশী করে বাসের ভিতরে বাঙ্কার থেকে ১টি ব্যাগ থেকে মাদকগুলো জব্দ করা হয়।

আটককৃত মাদকের সর্বমোট মূল্য আনুমানিক ৫৪ লাখ ৫৫ হাজার ১শত টাকা মাত্র। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

আরো..