https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪

পঞ্চগড়ে ট্রাকের চাপায় নারীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ছেলের সাথে মোটরসাইকেল যোগে বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ছেলে ইব্রাহিম (২৬)।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বাউলাগঞ্জা বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পুলো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নিহত মা শেফালী বেগম একই ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ভাউলাগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যান। পরে কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এসময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী দশ চাকার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা শেফালী বেগম। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সড়ক দূর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরো..