ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকার অভিযোগে তরিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
মঙ্গলবার (৭ মে) বিকেলে ওই নারীর ছেলে আজাহার আলী বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (৬ মে) দিনগত গভির রাতে একই ইউনিয়নের উৎকুরা পশ্চিমপাড়া এলাকায় ওই নারীর সাথে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে গেলে স্থানীয়রা হাতে নাতে তাকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ইউপি সদস্য ওই নারীকে জমি দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক গড়ে আসছিল। একই সাথে এলাকার অন্য নারীদেরও উত্তেক্ত করতো বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে স্থানীয়রা ইউপি সদস্য তরিকুল ইসলাম তার ওয়ার্ডের হাজেরা খাতুন নামে এক নারীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯- এ জানালে খবর পেয়ে তরিকুল ইসলামকে উদ্ধার করে থানায় নেয়া হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মামলার প্রেক্ষিতে ওই নারীর জবানবন্দি রেকর্ডসহ আসামীকে আদালতের মাধ্য কারাগারে প্রেরণ করা হয়েছে।
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ১১:০৫
আরো..