https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩০

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রাসেল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের চেংঠী বাজার এলাকায় সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল একই ইউনিয়নের নগর চেংঠী ডাংগ্পাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয় চলমান রয়েছে। প্রাথমিক ধারণা সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে যদি হত্যার আলামত পাওয়া যায় তাহলে পরবর্তীতে এটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে। তবে রাসেল বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি।

আরো..