মোস্তাফিজুর রহমান হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা। প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের দেরিতে উপস্থিতিতি এমন অভিযোগ স্থানীয়দের। সোমবার দুপুর বারোটার সময় গিয়ে দেখা যায় হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজী শেখ সুন্দর মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হামিদুর রহমান ও সহকারী শিক্ষিকা সালমা আক্তার অনুপস্থিত। স্কুল যেন গোয়াল ঘরে পরিণত হয়েছে এমন দৃশ্যও দেখা গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক হামিদুর রহমান।তবে তিনি জানান প্রতিদিন এমন হয় না। শিক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য পঞ্চম শ্রেণীতে চারজন চতুর্থ শ্রেণিতে চারজন তৃতীয় শ্রেণীতে পাঁচজন শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। স্থানীয়দের অভিযোগ লেখাপড়া ভালো হয়না তাই এলাকার শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় ভর্তি করা হয়। দেরিতে আসার বিষয়ে প্রধান শিক্ষক হামিদুর রহমান ও সহকারী শিক্ষক সালমা আক্তার বলেন ব্যক্তিগত কারণে আজকে একটু দেরি হয়েছে। স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন মিস্ত্রি বিদ্যালয়ে শিক্ষকরা প্রতিদিনই দেরিতে আসেন এবং তাড়াতাড়ি চলে যান এখানে কোন লেখাপড়া হয় না কি খবর শিক্ষা অফিস থেকে কেউ খবরও নেয়। এসময় নিউজ না করার জন্য সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন প্রধান শিক্ষক হামিদুর রহমান। উপজেলা শিক্ষা অফিসার মিঠুন চন্দ্র বর্মন বলেন দেরিতে আসলে এই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাত ১২:২৩