আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল। মার্কিন সিনেটর রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স
এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে রোববার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি বলেন, ইসরায়েল দুই হাজার পাউন্ডের ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ। তিন দীর্ঘসময় ধরে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েল সেনাবাহিনী জানায়, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে।
তবে তাকে হত্যায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে তখন কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র।