https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪

নারী ফুটবলের চলমান অচলাবস্থা কাটেনি এখনও, চুক্তি নিয়ে ধোঁয়াশা

ক্রীড়া প্রতিবেদক: তদন্ত প্রতিবেদন জমার পর কেটে গেছে তিন দিন, কিন্তু নারী ফুটবলের চলমান অচলাবস্থা কাটেনি এখনও। চুক্তি সংক্রান্ত নানা গুঞ্জনের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছেন, সবার চুক্তি একসঙ্গেই হবে।চলমান সংকট দ্রুত কেটে যাওয়ার আশাবাদও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) রোববার আসেন সভাপতি তাবিথ আউয়াল। ফাইন্যান্স কমিটির সাথে বৈঠক করেন। আরেফ জানান, ফাইন্যান্স কমিটির সাথে আলোচনায় সাম্প্রতিক বিষয় ছিল না।

“অডিটের বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বিষয় তো আপনারা সবাই জানেন, সবকিছু প্রক্রিয়াধীন আছেন। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সবকিছু পজিটিভ। সভাপতি সবকিছু ঠিক করছেন। ইনশাল্লাহ, সমস্যার সমাধান হবে।”

নিজেদের অবস্থানে অটল থেকে ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলার ফেরেননি পিটার জেমস বাটলারের অনুশীলনে। তবে এই ইংলিশ কোচ রোবাবার সকালে অনুশীলন সেরেছেন নতুন-পুরোনো নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলেছেন পিটার।

অনুশীলনের বাইরে থাকাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ফলে তাদের ভবিষ্যৎ আদতে কী হবে, তা রয়েছে ধোঁয়াশা। তবে আরেফ আশাবাদী, সভাপতি তাবিথ লন্ডনে যাওয়ার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে।

“যার যার ভালো, তাকে বুঝতে হবে। এই মেয়েরা জাতীয় অহংকার। তাদেরকেও এটা ভাবতে হবে। কোচ কোচের জায়গায় থাকবে, খেলোয়াড়রা খেলোয়াড়ের জায়গায় থাকবে। কোচের দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ, তাকেই ধরে রাখতে হবে। আমার মনে হয়, দুজন (দুই পক্ষ) নিজেদের ভুল বুঝবে এবং সমাধান হয়ে যাবে।”

“আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেসিডেন্ট লন্ডন যাবেন। আমরা তো আশা করি, আজই সমাধান হয়ে যাক। আজকে কোনো চুক্তি হয়নি। কারো সাথে এখন চুক্তি করব, কাউকে পরে করব, এমন কিছু আমরা করব না। আমরা একসঙ্গে করব। সব সিদ্ধান্ত এক সঙ্গে হবে।”

চুক্তি নিয়ে নানা গুঞ্জনের মাঝে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, “এ মুহূর্তে নতুন কোনো আপডেট নেই আমার কাছে।”

তবে চলমান এই সংকটের প্রভাব পড়ছে ক্যাম্পে থাকা বিশেষ করে তরুণ খেলোয়াড়দের উপর। নাম না প্রকাশ করার শর্তে দুজন খেলোয়াড় বলেছেন, আগের মতো প্রণোচ্ছল পরিবেশ নেই ক্যাম্পে। কোচের অনুশীলনে যারা যোগ দেননি, তাদের সাথে তৈরি হচ্ছে দূরত্ব।

কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তিন দিন পার হয়েছে এরই মধ্যে। এখনও সমস্যার সমাধান হয়নি। দিন গড়ানোর সাথে দূরত্বও বাড়ার শঙ্কাও বাড়ছে সমান্তরালে।

আরো..