স্পোর্টস ডেস্ক: মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ছিল বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতার কারণে যা সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আসরের জন্য বুধবার দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে যথারীতি টাইগ্রেসদের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপের নবম সংস্করণের পরিবর্তিত সূচি আগেই চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আসরের উদ্বোধনী দিন ৩ অক্টোবর বিকেল ৪টায় শারজায় স্কটল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১২ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৭ এবং ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। ২০ অক্টোবর আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। দুই সেমি এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। মোট ২৩ ম্যাচের মেয়েদের বিশ্বকাপের ভেন্যু শুধু দুটি-দুবাই ও শারজা। ঘরের মাটিতে আয়োজন করতে না পারলেও এই বিশ্বকাপের আয়োজক সত্ত্ব থাকছে বাংলাদেশের হাতে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতু মনী, সোবহানা মুস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজনেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।