নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী আজমীরকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে র্যাবের একটি আভিযানিক টিম তাকে গ্রেপ্তার করে ।
বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার মেজর মোঃ অনাবিল ইমাম। গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে আজমীরসহ অন্যান্য আসামিরা। এঘটনায় গত ২২ আগষ্ট ফতুল্লা থানায় আজমীরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।