https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৩

নাটোরে উত্তর বঙ্গের ১৬ জেলা বিএনসিসি প্রশিক্ষণ কার্যক্রম শুরু

অনিরুদ্ধ রেজা: নাটোরে শুরু হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার সমন্বয়ে বিএনসিসি ক্যাম্প।এ কার্যক্রমে অংশগ্রহণ করেছে সর্বমোট ১০২টি সরকারি কলেজের মোট ৬২০ জন সদস্য। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় নাটোরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ মাঠে ১০ দিন ব্যাপী এই বিএনসিসি ক্যাম্পের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসহাক।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইসহাক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের আত্মত্যাগর মাধ্যমেই আমরা লাল সবুজর পতাকা পেয়েছি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যমুক্ত অসীম সম্ভাবনাময়ী নতুন বাংলাদশ পুন:গঠনের বিশাল সুযোগ পেয়েছি। তাই এই ক্যাম্প শুধুমাত্র কোনো রুটিন ভিত্তিক আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুবর্ন সুযোগ, একটি নতুন সম্ভাবনা। এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্ব ও একতাবদ্ধতার শক্তিকে নুতন করে উপলদ্ধি করতে সক্ষম হবে। এই ক্যাম্প দেশপ্রেমে উজ্জীবিত হতে শেখাবে। এছাড়া ক্যাডেটদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরীত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আরো..