খেলাধুলা ডেস্ক: আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
শনিবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’
বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। সেখানেই পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই মক্কা নগরীতে ওমরা হজ পালন করেছিলেন সাবেক এই টাইগার অলরাউন্ডার।