https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৮

নববর্ষকে বরন করতে পাটগ্রামে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি :১লা বৈশাখ ১৪৩২ কে বরন করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও ২ দিন ব্যাপি লোকজ মেলার আয়োজন করা হয়। ১৪ এপ্রিল সোমবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে আয়োজনের শুভসূচনা করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের নেতৃত্বে বিএনপি একটি টিম আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায় আলহাজ্ব ওয়ালেউর রহমান সোহেল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক রাবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমন সহ বিভিন্ন ইউনিটের নেতাও কর্মীবৃন্দ।

আনন্দ শোভাযাত্রায় পাটগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করে । এ সময় তারা বিভিন্ন সাজে সজ্জিত হওয়ার মাধ্যমে বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির বিভিন্ন বিষয় প্রদর্শন করে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান, পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দুই দিনব্যাপী লোকজ মেলার নিরাপত্তার জন্য পুলিশের একটি বিশেষ টীম গঠন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে যেকোনো ধরেন বিশৃঙ্খলা ঠেকাতে পাটগ্রাম থানা পুলিশ প্রস্তুত।

আরো..