ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিশোধ জাতীয়করণের এক দফা দাবিতে মেহেরপুরে আমরণ অনশন কর্মসূচি পালন আজ রবিবার দুপুর ২টার দিকে সদর সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা বলেন, নকল নবীশরা সরকারি কোন বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবীশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লিখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবীশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি। আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাই। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোর খরচ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থাকায় আমাদের জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে। বৈষম্য বিরোধী নকল নবিশ মেহেরপুর জেলা সমন্বয়ক আনোয়ার জাহিদ পিয়াস, সহ-সমন্বয়ক আব্দুল মাবুদ সহ এ সময় আরো উপস্থিত ছিলেন হাফিজ আল আসাদ, মাহমুদা আক্তার সুমি, রোজিফা আক্তার, রিয়াদুজ্জামান, ইমরান শেখ প্রমুখ।
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, দুপুর ১২:১১