https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫০

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এসব উপজেলায় নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সভায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। সারাদেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

এরই অংশ হিসেবে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ২১ মার্চ প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

এছাড়া আগামী ২৯ মে তৃতীয় ধাপে এবং ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে।

আরো..