https://www.a1news24.com
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১১

দেশি কোচরা আসলে ভালো, ছেলেরা স্বাধীনভাবে কথা বলতে পারে: রাজিন

খেলাধুলা ডেস্ক: সম্প্রতি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে সাবেক টাইগার ক্রিকেটার রাজিন সালেহকে নিয়োগ দেয় বিসিবি। ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এইচপির ক্রিকেটারদের নিয়ে বর্তমানে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন রাজিন।

এইচপি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। তিনি বলেন, ‘দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা স্বাধীনভাবে কথা বলতে পারে, কথাগুলো শুনতে পারে, কাজ করতে পারে এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারি এটা পজিটিভ দিক।’

এইচপি থেকে ভালো ক্রিকেটার বের করা সম্ভব বলে মনে করেন রাজিন। তিনি আরও বলেন, ‘আমি মনে করি আগামী দুই তিন বছর এখান থেকে কাজ করার পর একটা ভালো রেজাল্ট আসবে। ভালো খেলোয়াড় এখান থেকে রেডি করে দিতে পারব আমরা। এইচপিতে অনেক কাজ আছে যেখানে কাজ করার মত অনেক সুযোগ আছে ছেলেদেরকে নিয়ে।’

আরো..