ক্রীড়া রিপোর্ট: বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালীন মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। এ সময় গ্যালারিতে থাকা কিছু সমর্থক দুয়ো দিতে থাকেন লিটনকে। লিটনকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিলেন গ্যালারিতে থাকা দর্শকরা।
এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গ্যালারির দিকে নির্বাক দৃষ্টিতে অসহায় হয়ে দাঁড়িয়ে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। লিটনের পাশে দাঁড়ান নেটিজেনদের বড় একটি অংশ। দুয়ো দেওয়া দর্শকদের সমালোচনা করেন অনেকেই।
এমন অবস্থায় লিটনের পাশে দাঁড়িয়েছে তার দল ঢাকা ক্যাপিটালস। শনিবার (১৮ জানুয়ারি) নিজেদের তারকা ক্রিকেটারের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’
লিটনের প্রশংসা করে শাকিব খানের দলটি আরও লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’