খেলাধুলা ডেস্ক: আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে এবারের কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই প্রতিযোগিতার আগে যুক্তরাষ্ট্রেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের একটির প্রতিপক্ষ ঠিক হয়ে গিয়েছিল গত ডিসেম্বরেই। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার ব্রাজিলিয়ানদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষের নামও জানা গেল। ইউএস সকার কাল রাতে জানিয়েছে, ১২ জুন ব্রাজিলের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি।
এর আগে গতকাল ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা চূড়ান্ত করেছে জুনের দুটি প্রস্তুতি ম্যাচের সূচি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে তারা।
১৬ দলের কোপা আমেরিকায় এবার ব্রাজিল খেলবে ‘ডি’ গ্রুপে। টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়নরা গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। এ ছাড়া কোস্টারিকা ও হন্ডুরাসের একটিকেও গ্রুপসঙ্গী হিসেবে পাবে ব্রাজিল। কোপা আমেরিকায় সুযোগ পেতে ২৩ মার্চ প্লে-অফ খেলবে মধ্য আমেরিকান দল দুটি।
কোপা আমেরিকা ২০ জুন শুরু হলেও ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা কিংবা হন্ডুরাস।
জুনের ওই দুই প্রীতি ম্যাচের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। ২৩ মার্চ লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ২৬ মার্চ মাদ্রিদে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন।